পদ্ম কথা
রণজিৎ মাইতি
--------------------
যারা বলেন,'লিখবো কেমন?
নেই কাগজ ও ঝরণা কলম,
নেই চক নেই,শ্লেট-টিও নেই
দেয়নিও কেউ লেখার কসম।'

লিখবো কেমন ?
লিখবো কেমন ?

যারা বলেন,'ঘরটি ছোটো
ভাবনা কিন্তু আকাশ সমান
ছোট্ট ঘরে আঁটবে কেমন
আকাশ নিজেই ব্যথার প্রমাণ!'

ঘরটি ছোটো!
বড্ড ছোটো!

যারা বলেন,'ছাদটি নিচু
বললে কথা হয়না ইকো
তেমন কথার গুরুত্ব কি
তাই না বসে টানছি হুঁকো

ছাদটি নিচু
ভীষণ নিচু

যারা বলেন,'উঠোন-ই নেই
কেমন করে খেলবে কথা;
চু কিতকিত খেলতে হলেও-
খেলার সাথে লাগে মাথা!'

উঠোন-ই নেই!
উঠোন-ই নেই!

যদিও কেউ কেউ আজ
লিখছে কথা মহাশূন্যে
কাগজ ছাড়া,বিনা কলম
মানুষের এই জনারণ্যে

মহাশূন্যে
জনারণ্যে

লিখছে কথা ব্যথার ঘরে
কোকিল যেমন লেখে কথা
ছাদ ছাড়া এক কাকের বাসায়
পিঁউ কাঁহা পিঁউ কাঁহা মিষ্টি গাঁথা

ইচ্ছে হলে...
ইচ্ছে মতন...

মনের সুখে...
নীল আকাশের মুক্ত কথা
মুক্ত ছন্দে গদ্যাকারে পদ্য কথা
পদ্ম কথা... !

(16-11-21)