ওষুধ
--------
আমার সামান্য সর্দিজ্বর কিংবা হাঁচি,কাশি হলেও
বাবা মা কে ভীষণ উদ্বিগ্ন দেখতাম

অবশ্য তাতে আমার পাঁচ দিনের জ্বর দুদিনেই সেরে যেতো

এসব দেখে আমাদের হাউস ফিজিসিয়ান ভীষণ অবাক হতেন,

যদিও আমি ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল;
জানতাম,আত্মার উদ্বেগের চেয়ে শক্তিশালী ওষুধ ভূভারতে নাই।