নুন (18-07-2020)
রণজিৎ মাইতি
-------------
আমাকে ভালো না বাসলেও গোলাপ দেখলেই ভালোবেসে ফেলি;
সরি নুন খেয়ে ফেলি।

এসব ভিন্ন কথা,ভিন্ন প্রসঙ্গ।
আগে ফুল তো ফুটুক,আসুক বসন্ত।
তখনই আরাধ্য দেবতার পায়ে নৈবেদ্য সাজাবো।

আমার ঈশ্বরও হয়েছে তেমন;
যতোটা গুণ ও গুণীকে বোঝেন,ঠিক তোতোটাই বোঝেন ভণ্ডামি !