নোনা ডাঙা(08-01-22)
রণজিৎ মাইতি
--------------------
মানুষ নাকি বদলে গেছে
বদলে গেছে রাস্তা ঘাট
বদলে গেছে পোশাক আশাক
সঙ্গে বদল চুলের ছাঁট
এই সেদিনও আড্ডা দিতো
দিতো পাড়ি দূরদেশে
মনের সাথে মেঘের কথা
মেঘের কথা বাতাসে
কয় কি কথা আজও তারা
শেয়ার করে কান্না কি
কেন কাঁদে স্বপ্ন শিশির
হাসে কেন কেতকী
বদল কেবল উপর উপর
অন্তরে পৌষ সমান রাঙা
বাইরে যতো কিচিরমিচির
ভেতরে সেই নোনা ডাঙা।