নদীজ্যোৎস্না(05-09-21)
রণজিৎ মাইতি
--------------------
প্রথম দেখায় রাজমিস্ত্রি তপনদাকে মনে হয়েছিলো ঘোর অমাবস্যা;
পরে দেখেছি,কিভাবে নিকষ আঁধার পেরিয়ে একা একা হাঁটছেন
অত্যন্ত নিরীহ,ছাপোষা সৎ নদীজোৎস্না।

জানি,এসব বাহ্যিক প্রভাব;
দূরত্ব কখনোই নয় ব্যক্তি বা বস্তুর প্রকৃত আদল।
যেভাবে আর্সেনিক মুক্ত জলের সন্ধানে খুঁড়ি গভীর নলকূপ,
সেভাবেই খুঁড়তে হয় প্রতিটি নদীমোহনা,মৌলিক মোহনবাঁশি

যারা 'love at the first sight' কে মান্যতা দিয়ে
সম্পর্কটিকে টেনে নিয়ে যায় ছাদনা তলায়
চাঁদ ভেবে জড়িয়ে ধরে প্রেম
একদিন সেই প্রেম হতে পারে নিকষ আঁধার।

জেনো,প্রথম দেখায় যা আপাত মাকাল মনে হয়,
অনেক সময় তাদের ভেতরই বেঁচে থাকে রূপসনাতন;
কখনো কখনো জেগে ওঠে বাল্মীকি প্রতিভা।