নিরানব্বইটি মৃত্যু দেখেছিলো মানুষটি
রণজিৎ মাইতি
---------------------

নিরানব্বইটি মৃত্যু দেখার পর
মানুষটি নিজেই হত্যা হয়ে গেলো!

কেউ যেনো বলেছিলেন--
স্বচক্ষে কখনও হত্যা দেখতে নেই,
যদি দেখো,তাহলে চওড়া করো বুকের পাটা।

কিন্তু মৌন মানুষটি সাহস সঞ্চয় করে কখনও প্রতিবাদ করেননি
শেখেনি বুকের ছাতি প্রশস্থ করার কৌশল
বরং মুরগির মতো--
চোখের সামনেই দেখেছে একটার পর একটা হত্যা
আর প্রতিটি মৃত্যুর পর গোবরের মতো হেসেছে
মনে  মনে ভেবেছে--
আহা,আমি ভীষন সুরক্ষিত!

এইভাবে ঠিক নিরানব্বইটি মৃত্যু দেখেছিলো মানুষটি
কিন্তু একদিন নিজেই হত্যা হয়ে গেলো!