নিমন্ত্রণ (30-06-2020)
রণজিৎ মাইতি
-------------
এতো নিমন্ত্রণ জমেছে ডাকবাক্সে !
এখন কোথা যাই,কোন দিকে অবস্থা এমন।

শুধু তো চেনা গণ্ডি নয়;
তার বাইরেও আর একটা দিক আছে,দিকশূন্যপুর!

যদিও আমি তো সুনীল নোই
কিংবা নীললোহিতের মতো নেই তৃতীয় নয়ন
যে ইচ্ছেডানায় চেপে ভেসে যেতে পারি সাঁওতাল পরগনায়,
অথবা সুন্দরী-গরাণ ঘেরা স্নিগ্ধ শান্ত গ্রাম্য ছায়ায় আতিথ্য গ্রহণে
আহা গরম গরম ভাতে,গুগলির সুপ!

হে সুনীল আকাশ,তুমি আমায় আকাশ চেনাও;
চেনাও উতল হাওয়া ও ঝড়ের পার্থক্য
তল-তলাতল ও তাদের উদার সিম্ফনি
উদারা-মুদারা-তারায় ভেসে যেতে যেতে যেনো ছুঁয়ে যেতে পারি
জল ও আগুন
শিলা ও শালগ্রাম শিলা
আর বাসমতি ও উড়িধান।
ডাকবাক্সে না কাঁদিয়ে যেনো রচনা করতে পারি সম্পর্কের শুভ সন্ধিক্ষণ।