নিদান
রণজিৎ মাইতি
--------------------
হয়তো কোনোভাবে অতিবাহন করতে এসেছি;
তাই তীব্র নিদাঘের নিদান বরফকল।
যদিও জাগরণ বারবার হেরে যাচ্ছে ঘুমের পাঙ্গায়!
রাষ্ট্রও বলছে ঘুমাও ঘুমাও
যেহেতু মৃত মানুষের কোনো দাবি নেই,
স্বাস্থ্যের সমস্যা নেই!।
(13-03-22)