নিশ্চিত বলতে পারিনা(23-04-2020)
রণজিৎ মাইতি
-------------
কখনোই নিশ্চিত বলতে পারিনা,এইটা হার কিংবা ওইটা জিত
হাওয়া কখন কোথায় অনুকূলে বয় কেউই জানেনা
তবে হাওয়া পালে লাগলেই তাকেই জয় বলে মেনে নিই

কখনও কখনও মৃত্যুও জিতিয়ে দেয় সাধের জীবন
তবে সাহস ও সাধ্যের অতীত বলেই ভয় পাই মৃত্যুর ছায়া
হয়তো তখনও চন্দ্রবিন্দু ঝুলে আছে রাতের আঁধারে;
উঠোনের পুরনো চন্দ্রমল্লিকা গাছটিও তার অতি প্রিয়  

অবশ্য অনুসারী মন অনুকূল হাওয়াকেই জয় বলে জানে
শুঁটকি মাছকেও ফুল বলে মানে
গাঁধাল পাতার গন্ধেই তার চিত্ত বিত্তবান

যেমন নিশ্চিত বলতে পারি না আজ বৃষ্টি হবেই
অথবা তুমি বৃষ্টি ভালোবসো কিনা
কখনও ঝড় ভালো বাসলেও চাতকের মতো পান করো বৃষ্টির জল
চকোরের মতো রাতের জোৎস্না!