নিউটন হাঁটছে একাকী
রণজিৎ মাইতি
--------------------
কতো কম জানি তা জানতেই বেশি বেশি বই পড়তে হয়;
বর্ণপরিচয় থেকে ধাপে ধাপে মহাভারতীয় উপাখ্যান,
যেতে হয় কলেজ ভার্সিটি।

যে মানুষ দাবি করে সবকিছু তার নখের ডগায়
সেজনই প্রকৃত অর্থে শূন্য কলসি
আদতে সে মানুষ তলদা বাঁশের মতো ফাঁপা
অতি সহজে বেরিয়ে আসে তার তীক্ষ্ণ বিষদাঁত

সুতরাং বইয়ের সাথে যোগাযোগ বাড়াও;
আত্মার আত্মা ভেবে বাড়াও মিতালী
আজীবন কুড়াও নুড়ি চেনা বালুকাবেলায়
দেখো,আজও নিউটন সেই পথে হাঁটছে একাকী।

(01-09-21)