নীলকণ্ঠ
রণজিৎ মাইতি
---------------
একবার ভুল করে আমার বাড়িতে ঢুকে পড়েছিলো বৈশাখ;
আমিও অসময়কে সময় ভেবে বসতে দিয়েছিলাম সাজানো গোছানো ড্রয়িংরুমে!
তারপর জানতে চেয়েছিলাম, -"হে শ্রদ্ধেয় নিদাঘবাবু, ঠান্ডা না গরম?"

একইভাবে যখন আমার ঘরভর্তি ফাগুন,
ঠিক তখনই টুক করে ঢুকে পড়েছিলো ভরা শ্রাবণ।
বুকের কষ্ট মুখে চেপে আমার মিসেস সামনে ধরেছিলো প্লেটভর্তি মিষ্টি।

তুমি বলেছিলে- 'এর নাম বাঙালিয়ানা,'
আমার প্রপিতামহ হেরাল্ড ল্যাক্সি বলেছিলেন- 'শতায়ুর অপর নাম নীলকন্ঠ জীবন।'