নারী,পুরুষ ও বৃহন্নলা(20-11-21)
রণজিৎ মাইতি
--------------------
যারা পুরুষের মতো পোশাক পরে হাঁটছেন
তারা সবাই কিন্তু পুরুষ নয়;
হয়তো তাদের চুলের ছাঁট পুরুষের মতো,
হয়তো রোজ নিয়ম করে দাড়ি শেভ করে...

কিংবা যারা নারীর মতো শাড়ি শায়া ব্লাউজ
অথবা শেমিজ শালোয়ার পরে হাঁটে গটগট
যাদের যোনিদেশ ঋতুরক্তে ভেজে প্রতিমাসে
তাদের সবাইকেই কি নারী বলা যায়!
এইসব ঝাঁ-চকচকে পুরুষ ও নারীর আড়ালে অজস্র বৃহন্নলাও ছড়িয়ে ছিটিয়ে আছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে

জানবেন...
সব পুকুরে যেমন পদ্ম ফোটে না;
তেমনি সব বাগানেও ফোটে না মরসুমি ফুল।