নাড়ি
রণজিৎ মাইতি
-------------
সকালের নাড়ি টিপে যারা ভেবেছিলো-
সারাদিন ভালো যাবে,
সম্ভবত তারা ভুল ভেবেছিলো।
আবহাওয়া ঠিক ফুটন্ত ভাতের হাঁড়ি নয়,
যারা একটা ভাত টিপে বলেছিলো হাঁড়ির সব ভাত সুসিদ্ধ
তারা আসলে জানেই না হাওয়ার নাড়ি।
সময়ের হাত ধরেই তো আসে কালবৈশাখী,
গর্জনশীল চল্লিশা।
এই যে করোনাসুর নামক ক্ষুদ্র দানব
তছনছ করে দিয়ে গেলো মানব সভ্যতার অহঙ্কার,
কেউ কি আগাম বুঝতে পেরেছিলো সময়ের নাড়ি?
কিংবা দুই হাজার এগারোর স্বপ্ন চুরমার হবে 2023 এ।