নকল(16-08-2020)
রণজিৎ মাইতি
--------------------
যৌবনে একটা সময় কবিগুরুর মতো রেখেছিলাম লম্বা দাড়ি;
বিশ্বাস করুন যতোটা শখে তার চেয়ে ঢের বেশি আর এক বিশ্বকবি হওয়ার লোভ।
যদিও দিনশেষে এই পতিত নিষ্ফলা জমিতে এক বর্ণও শস্য ফলেনি।

নাছোড় আমি,হাল ছেড়ে দেওয়ার বান্দা নই।
আধুনিক রবি না হতে পারি,অত্যাধুনিক ছবি হতে তো বাধা নেই;
সুতরাং এক্ষুণি শ্রীচৈতন্য মুদ্রা,পরক্ষণেই পরমহংস প্রেম
'পরাজয় সাফল্যের মূল' এই আপ্তবাক্যই টেনে নিয়ে গেছে ভিন্নতর এক একটি সুনীল আকাশে।
বীর সন্ন্যাসী বিবেকানন্দের তেজোদীপ্ত ভঙ্গিমা
এমনকি শেষ চেষ্টায় 'তোমরা আমাকে রক্ত দাও,আমি তোমাদের স্বাধীনতা দেবো।'
অত্যুৎসাহে দিল্লি গিয়ে খিল্লিও করেছি প্রচুর।

অবশ্য কালক্রমে বুনো খ্যাঁকশিয়ালটির সুরেলা কণ্ঠে সেই হুক্কা হুয়া;
বরং লড়াই যতো তীব্র হয়েছে,ততোই পরিষ্কার হয়েছে ছবিতে ছবিতে ফারাক!

আসলে নকল করে কিছুই হওয়া যায়না
হাজারো চেষ্টায় কখনও কি গাঁধাল পাতায় আনা যায় চন্দনের গন্ধ
কিংবা কালমেঘে আখের মিষ্টতা ?