মিথ
রণজিৎ মাইতি
-------------
'গঙ্গা' নামটি শুনলেই
পবিত্র একটি নদীর কথা মনে আসে;
যেমন যমুনা নামটি....
এইসব নামবাচক পদ হয়তোবা আমাদের ধারণ করেছে,
হয়তোবা সভ্যতার উপর ফেলছে অপরিমেয় আলো
নাকি
আমরাই এদের ধারণ করেছি
জানিনা।
কিন্তু যখন শুনি গঙ্গা বাঁচাও কমিটি
কিংবা বেটি বাঁচাও রব
মনে হয় লোকচক্ষুর অন্তরালে কবে যেনো ভেঙে গেছে সাবেক মিথ!