মুক্তো
রণজিৎ মাইতি
-------------

আমি গাধার হাসি দেখেছি,
দেখেছি শীতের দুপুরে-
নরম রোদের স্পর্শে কুমিরের নিখাদ হাসি।

শিশুদের হাসতে দেখলে
আমার দাদু বলতেন মুক্তো ঝরছে।

কিন্তু এমন মুক্তো দেখিনি
যাদের সর্বাঙ্গ জুড়ে হাসি মিশে আছে,

এমন একটা গাধাও দেখিনি
যাদের হাসিতে মিশে থাকে বেদনা।