মুক্তাঞ্চল(লিমেরিক)
রনজিৎ মাইতি
--------------
শত্রুবিহীন বোবা কালা,যতো মুর্খ জন
আজিকার এই শূন্য মাঠে তারাই নাকি ধন
আদর যত্ন তাদের তরে
ঠোঁটকাটারা ভয়ে মরে
তোতা হলে সবচে ভালো,পাবেই নেতার মন।।

(01-06-21)