মুদ্রা (14-10-2020)
রণজিৎ মাইতি
-------------
মুদ্রার দুই পিঠ,এক পিঠ সুখ হলে
বিপরীত পিঠে আছে গভীর অসুখ!
সুখের বারোমাস্যা যতোই শোনাও
প্রদীপের নিচে ঘন অন্ধকার
গাঢ় তমিস্রা আজও হৃদয়ের অতল তলে
কবোষ্ণ লোহিত সাগর জুড়ে আজও সেই চিরচেনা সনাতন ঢেউ !
একান্নপীঠের গল্প স্রেফ গল্পগাছা
রামায়ণ,মহাভারত,ভারতবেদান্ত---
যেমন দীপাবলির অন্তরালে আজও অন্তহীন অমা চারপাশে---!