মৃত্যু অনন্ত নয় (13-07-2020)
রণজিৎ মাইতি
-------------
মৃত্যু অনন্ত নয়,মৃত্যুই অন্তিম!
অকালে যে ফুল ঝরে গেছে অস্থানে কুস্থানে
যে নদী হারিয়েছে স্রোত অন্ধগলিতে
কেউ কি মনে রাখে সেই ইতিহাস !

নিষ্ঠুর ইতিহাস আজও বি-ভী-ষ-ণ
শুধু বীরগাথা,বীরপূজাতেই তার তৃপ্ত হৃদয়
জীবনের জয়ো গানে গানে রাখে নিজেকে জীবন্ত
কারণ মৃত্যু অনন্ত নয়,মৃত্যুই অন্তিম !