মনুসংহিতা
রণজিৎ মাইতি
---------------
এ জীবনে কিছুই করিনি;
কেবল সিঁড়িভাঙা অঙ্ক করছি।
আর নিউটনের চোখ দিয়ে দেখছি--
আপেল পতনের চিরায়ত নৈঃশব্দ।

উফঃ,অথচ চিরকাল উত্তোরণের আগুনে ছড়াচ্ছি ধান ও খই;
ফটফাট আওয়াজকেই ভাবছি মনুসংহিতা, আসল গল্প!