মিথ্যা
রণজিৎ মাইতি
--------------------
তারপরও দু-পা হেঁটে যাই,
বাবা বলেন-'কেউ থমকে থাকতে পারে না খোকা,
এই জড়জগৎ গতিতেই প্রাণ।'

কিন্তু একদিন বাবা থমকে গেলেন,
দেখলাম সত্যের ভিতে প্রতিষ্ঠিত হলো জগৎ মিথ্যা।