মিথষ্ক্রিয়া
রণজিৎ মাইতি
-------------
তোমারা গ্যালিলিও গ্যালিলিকে মারতে চেয়েছিলে,
কিন্তু তোমরা তা পারোনি।
তোমারা কোপার্ণিকাসকে হত্যা করতে চেয়েছিলে,
কিন্তু সেখানেও অসফল হয়েছো।
সবকিছু যুক্তি-বুদ্ধি দিয়ে বিচার করতে হবে,
এই কথা বলার জন্যে তোমরা সক্রেটিসকেও গুম করতে চেয়েছিলে,
কিন্তু সত্য এটাই,--
এখনও অগণিত সক্রেটিস ভক্ত পৃথিবীতে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে।

তোমরা যারা সত্যকে হত্যা করতে চাও,
তারা এখনও বেঁচে আছে কিনা জানিনা!

কিন্তু সত্য এটাই,সত্য বেঁচে আছে।
সত্য-মিথ্যের মিথস্ক্রিয়ায়
সূর্য নয়,বরং-
এখনও সূর্যের চারপাশে বনবন ঘুরছে--
পৃথিবী নামক নীল গ্রহটি।
প্রতিটি রাত্রির পর যেমন ভোর হয়,
তেমনি মিথ্যার কঙ্কালসার চেহারার আড়ালে বেঁচে আছে সত্যরূপ প্রখরসূর্য।