মিতালি(22-05-21)
রণজিৎ মাইতি
-------------
কালির সাথে মিশিয়ে দাও দু-ফোঁটা অশ্রু;
জেনো,শব্দও বেঁচে থাকে অনন্ত বছর!
এবার নুনের দিকে চোখ ফেরাও;
যদিও কালির সাথে নুন যায় কিনা জানা নেই।
শুনেছি সমমনস্ক হলে মিতালী সম্ভব।
যদি মেশে,তখনই মেশাও কিছু সৌন্ধব লবন;
বিনা নুনে যে কোনও শব্দও ভীষণ আলুনি।
শব্দে শব্দে যাঁরা লিখে গেছে অব্দ জীবন;
তাঁরাই মিশিয়েছে কালিতে লবন ও কিছু অশ্রুকণা
যেমন "শরণং গচ্ছামি"র মন্ত্রে তথাগত আজও জীবন্ত;
চলমান সারেগামা নুন ও হড়পায়।