মিতালী
রণজিৎ মাইতি
-------------
তুমি কি আমার ভাষায় কথা বলো?
এই যে আমি বারবার পাহাড়ে যাই,
দাঁড়াই ঝরনার মুখোমুখি
মিশে যাই কুহকাবৃত পাইনের বনে
জানি,তারা আমার ভাষায় কথা বলে।
তুমি কি নিবিড় বনানীর মতো হতে পারো তেমন সবুজ!
আমার ভাষার সাথে সবুজের মিতালী দেখেছি,
তাই বারংবার ফিরে ফিরে গেছি জঙ্গল মহলে।
ওখানে মানুষগুলো পিঁপড়ের ডিম,ধেনো মদ,মহুয়ার রস খেয়ে-
বাইরে রুক্ষ হলেও অন্তরে হরিৎ।
তুমি কি আমার ভাষায় কথা বলো?
যেমন কথা বলে উত্তরে তিস্তা,দখিনে মাতলা,
অজয়-দামোদর,কেলেঘাই-কাঁসাই----
ঢেউস্নাত দীঘার বালুকাবেলা
জানি না ওরা আমার কাছে আসে,নাকি আমি যাই ওদেরই কাছে
যদি তুমি আমার ভাষায় কথা বলো,আমি তোমার কাছে যেতে পারি নির্দিধায়।
চিরকাল সম ভাষাভাষি মানুষেরই মিতালী হয়েছে;
চিরকাল সম ভাষাভাষি মানুষেরই বন্ধন সুদৃঢ়।