মেরু(27-04-21)
রণজিৎ মাইতি
-------------
গাছে মুকুল এলে মুকুলিত হয় আমাদের আকাশ;
আকাশ জুড়ে রঙের খেলায় চিনে নিই লালসার রঙ
যেভাবে চিনি পল্লবিত কচি পাতার গোপন মর্মরধ্বনি
হয়তো তখনই বুঝতে পারি ঢেউ ও ঘাইয়ে কতোটা ফারাক;
কোথায় কতোটা অনুকম্পা
কোথায় ভালোবাসা কতোটা বিন্দাস।
এই তো সেদিন গর্ভিনী গাভীর পেটে ঘাই দিলো একটা বকনা
আমরাও খুশিতে ডগমগ হয়ে মুখের সামনে সাজিয়ে দিলাম এক বালতি জাবনা
এটুকুই ভালোবাসা মুকুলে মুকুরে
এর অন্যথা হলে অনুরাগী পাতার ফাঁকে গেয়ে ওঠে সচেতন চোখ গেলো পাখি আর্তচিৎকারে
সেও জানে খুশির বিপরীত মেরুতে থাকে কোন সে পৃথিবী
যেমন সুখের বিপ্রতীপে গভীর অসুখ