মেলাতেই হয় (20-10-2020)
রণজিৎ মাইতি
-------------
একসময় আমি মিলিয়ে দিয়েছিলাম নদী ও সাগর;
আকাশ ও সাগরের নীল
আর অহি-নকুল
সাধারণত দুজনের লক্ষ্য একই বিন্দু হলে তারা মিলতে পারেনা।
কুরুক্ষেত্রের শুরুও তো সেখানে থেকেই
তবু আমি মিলিয়ে দিয়েছি
বাম-ডান দুই হাত এক শুভক্ষণ দেখে
আসলে একটা জোরালো তালির জন্যে দুই হাত মেলাতেই হয়
যেমন ব্রহ্মশব্দের জন্যে কণ্ঠে কণ্ঠ
কিংবা ভালোবাসার জন্যে চোখে চোখ,হাতে হাত
মেলাতেই হয় মেলানিন