মাতৃভাষা
--------
তুমি কি পড়শির দুঃখে কাঁদতে পারো
কিংবা হাসতে পারো তাদের সুখের দিনে

আজকাল মানুষ বড্ড গা বাঁচিয়ে চলে
নীরবতার মধ্যে খুঁজে নেয় বাঁচার রসদ

অথচ কে না জানে এই দুটোই মানুষের মাতৃভাষা
যা আদান-প্রদানের মধ্য দিয়ে সে দীর্ঘজীবী হয়
ফোটায় অরূপ