মাটির মৃদঙ্গ (07-01-2020)
রণজিৎ মাইতি
-------------
তুমি যখন নিজস্ব আকাশসীমা ছাড়িয়ে
ঢুকে পড়ো আর এক আকাশসীমায়;
আমি তখন ফাঁকা মাঠে শস্যের স্বপ্ন বুনে যাই।
নগ্ন পায়ে লেগে আছে দো-আঁশলা মাটি
দু-হাত বাড়িয়ে মুঠো ভরে নিই সেই ঘ্রাণ
আসলে আমার আকাশ জুড়ে মাটির স্থাপত্য
আজও স্নায়ু জুড়ে বেজে যায় মৃদঙ্গ,মাটির
বলো,তবু তুমি চেনাবে আকাশ ?