মাটি ও শিশু(31-05-2020)
রণজিৎ মাইতি
-------------
হঠাৎই শিশুটি নেমে আসে বাবার কোল থেকে,বলতে গেলে প্রায় জোর করে।যেভাবে পক্ষিশাবক সব বাধা অতিক্রম করে ডিমের বাইরে এসে দেখে প্রভাত সূর্য
কোলেরও বয়স থাকে;সময় থমকে গেলেও শিশুরূপে কোল তার নামায় সাহস।
ঝেড়ে কাশে,চিল চিৎকার করে মাটি মাটি বলে
মাটি তো আসলে মা,মাটি এক নিগুঢ় মায়া
সেও কোল পেতে শিশুটিকে সোহাগ মাখায়
আর রেখে যায় কালের অতলে কিছু বীজ ধান!