মানুষ,পাথর ও ফুল(06-05-21)
রণজিৎ মাইতি
--------------
মানুষকে পাথর হতে বলোনা;
তাকে ফুল হতে বলো।
যারা ভুল করে পাথর হয়ে যান,
তারা মানুষ থাকেনা।
দেখো পাষাণী অহল্যার বুকে মানুষীর লেশমাত্র নেই;
সুতরাং তাকে ফুল করে দাও;
ফুটুক মানুষফুল বেল,জুঁই রূপে ;
ছড়াক কোমল বুকে প্রেমের সৌরভ।
ঝরুক হৃদঝোরা জুড়ে বসন্তবিলাপ।
জেনো,আজও পাথরের বুকে পাথর ভিন্ন অন্য কোনও সংকর্ষণ নেই;
শীত-গ্রীষ্ম,জ্বর-জরা আছে,
কিন্তু আজও নেই অদ্বিতীয় ঋতুরাজ,আলাপন মধুর!