মানুষ ও আরশি(15-03-2020)
রণজিৎ মাইতি
-------------
আজকাল মানুষ সবচেয়ে বেশি ভয় পায় আয়নার সামনে দাঁড়াতে।
হয়তো অবচেতনায় অজস্র বিভ্রান্ত কোরক,ঝরে পড়া উড়িধান,আর মরা ঝরা পাতা !
ঠিক অন্তঃসার শূন্য ও নিঃস্ব ডাকবাক্সের মতো একাকী বিষন্ন
দিনশেষে আপন হৃদয় লিপিকাও কি পৌঁছাতে পারে মগজের কাছে ?
আসলে সব চড়া আলো নয় দৃষ্টি সুখকর
সব রঙও নান্দনিক নয় আপনার কাছে
তবু প্রবল উৎসাহে মন ম্যাসেনজারে একান্তে কাটে আঁকিবুকি
পাছে ধরা পড়ে যায় চতুর জোৎস্না
চ্যুত মধ্যাহ্ন ও বিষন্ন গোধূলি
তাই গোপনে ছড়িয়ে দেয় মরাগাঙে ডিজিটাল ঢেউ
অনড় আস্ফালনও কি পারে মুছে দিতে গভীর গোপন এই বিভাজন রেখা ?
চিরকাল আরশি একপাশে,অন্যদিকে নিজস্ব কঙ্কাল থেকে যায় !