মানুষ কিছুনা কিছু ফেলে রেখে যায় ! (07-03-21)
রণজিৎ মাইতি
-------------
যাওয়ার সময় মানুষ কিছুনা কিছু ফেলে রেখে যায়;
কে কতোটা মূল্য দেবে সেটুকু নিজস্ব ব্যপার।
অবশ্য অভিরুচির বিষয় বাদ দিলে
রোদ্দুর যতোটা অমূল্য,ছায়াও ততোটা।
মূল্যহীনের কাছে দুইই সমান।
যদিও মানুষ যাওয়ার সময় কিছু না কিছু ফেলে রেখে যায়।
শোক-তাপ নিরপেক্ষ দগ্ধ পরিতাপ।
পুড়তে পুড়তেই তো একদিন ধ্রুবতারা জন্ম লাভ করে।