মানুষ চাইছে ঝড়(30-01-22)
রণজিৎ মাইতি
-------------
বইছে প্রাণের মাঝে ঝড়
মেঘ ডাকে কড়কড়
চিমটি কাটলেও হুঁশ ফেরে না
এ কোন ফেরারি মন!
যখন প্রাণের মাঝে ঝড়
যখন মেঘ ডাকে কড়কড়।
যদি আচম্বিতে ঝড় থেমে যায়
ঢেউ থেমে যায় মাথার উপর
সম্বিতে পর পর!
আসলে মানুষ চাইছে ঝড়;
ঝড়ের তালে সমান তালে জলদ কড়কড়।
চাওয়ার অনেক অনেক আছে
পাওয়ার অনেক অনেক বাকি
তাই কি উঠেছে ঝড়!
কেউ জানে না,কেউ মানে না
মনের খেলা গভীর গোপন
সেই সুড়ঙ্গে উড়ছে কি আজ তরঙ্গ তোরণ?
সত্যি,মানুষ চাইছে ঝড়;
আন্তরিক চাইছে মানুষ ঝড় ভয়ঙ্কর!