মনোলগ
--------------
তুমি মনোলগ রচনা করতেই পারো
শোনাতে পারো মরা হাতির গল্প‌

কিন্তু.....

চুপ কথায়ও পাখি উড়ে যায়

তাই মাসান্তে দাঁড়াতে হয় রেশন দোকানে

এর চেয়ে সত্য মনোলগ কি হতে পারে
কিশোর বয়সও জানে মায়ের বেদনা