মানসনেত্রেই ভরসা রাখুন(01-04-2020)
রণজিৎ মাইতি
-------------
প্লিজ,বন্দী ভাববেন না নিজেকে;
এখন মানসনেত্রেই ভরসা রাখুন।
এতোদিন যা কিছু অবজ্ঞার দৃষ্টিতে দেখতেন
সেসবই আজ কতো সুন্দর,তাই না?
একদিন যে লাল পিঁপড়েটা কুটুস করে কাঁমড়ে দিয়েছিলো গোপন অঙ্গে;
আপনিও রাগে দুই আঙুলে পিষে মেরেছিলেন;
আজ তাকেও বন্ধু মনে হয়,তাই না?
বলুন তো এই পৈতৃক প্রাণটা নিয়ে কখনও ভেবেছেন ?
কতোটা দামি তুচ্ছ কাঁচালঙ্কা কিংবা নুন ?
মাচার যে পুইশাক গুলো একদিন অখাদ্য ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন;
আজ সেগুলোই কতো অমূল্য!
কিংবা বাগানের আগাছা ভেবে তুলে ফেলে দিতেন যে থানকুনি কিংবা গিমা
তা কি আজ চড়ছেনা দামি ফ্রাইং প্যানে ?
এই যে এই সেদিনও,রাস্তায় যেকোনো ডাগর মেয়ে দেখলে নিজের চোখের ভাষা নিজেই বুঝতে পারতেন না;
উথলে উঠতো লোলুপ মদিরা বলকের মতো।
ভুলে যেতেন নিজের বাড়িতেই আছে এমনই একটা সোমত্ত পদ্মপলাশ।
আজ কি সেই ফুলের মতো কচি মেয়েটিকে 'মা' বলে মনে হচ্ছেনা ?
মায়ের জাত,সাক্ষাৎ জগদম্বা!
এতোদিন ভেতর ও বাইরের আকাশকে ভেবেছেন এক ও অভিন্ন;
তাই কেমন ম্যাড়মেড়ে,ফ্যাকাশে ফ্যাকাশে মনে হতো।
আজ ভেতর বাহির দুই-ই নীল,সবুজ অবুঝ;
একটু বিশুদ্ধ হাওয়ার জন্যে প্রাণ আনচান।
আসলে মৃত্যুভয় মানুষের বন্দীত্ব ঘুঁচায়।
জাত নেই,ধর্ম নেই,নেই কোনও ভৌগলিক সীমা।
কেবল বিশ্ব-নাগরিক হিসেবে মন-প্রাণ ছটফট করে ।