মহাসাগর(23-08-22)
রণজিৎ মাইতি
-------------
অই সাগরে মুক্তো নেই বলতে পারি না;
সীমাহীন গভীর জলরাশির কতোটা চিনেছি ?
এখনো বৃহৎঅংশ জুড়ে অজানা-অচেনা পৃথিবী!
সত্যিই মন এক আশ্চর্য বারিধী।
জানিনা কোন কোণে রত্নভ্রুণ,কোথায় না ফোটা কোরক;
কোথায় লুকিয়ে আছে কোন পরিমল,
তার চোখের গভীরে কি শুকিয়েছে জল?