মহান
রণজিৎ মাইতি
-------------
একটা সময় আসবে যখন বলা হবে-
"আপনি কি লালবাজার গুন্ডাদমন শাখা থেকে নোটিশ পেয়েছিলেন?"
একটা দিন আসবে যখন সবাই জানতে চাইবে-
"আপনি ইডি,সি বি আই এর নেক্ নজরে আছেন কিনা,
আয়কর দফতর কি হানা দিয়েছিলো আপনার প্রাসাদোপম বাড়িতে?"

অবশ্য এতকিছুর পরও আপনার হয়ে গলা ফাটাবে সূর্যরূপ বুদ্ধিজীবী!
পার্থসারথি উচ্চস্বরে প্রচার করবে সুদর্শন চক্রের মহিমা,
এবং
ধ্রুবতারারূপ জ্বলজ্বল করবে ইতিহাস পাতায়!
অথচ যাদের দেহমনে চন্দনের গন্ধ
তারা থাকবে নিষ্প্রভ।

সেই দিন আর বেশি দূর নয়;
যখন মহান মানুষের সঙ্গে যুক্ত হয়ে যায়
সি বি আই,ইডি-----সি আই ডির নাম!