মহাকাল (05-06-22)
রণজিৎ মাইতি
--------------
মা আজকাল আমার ছবি দেখে আমায় চিনতে পারেন না;
আমার অভ্রান্ত বাবাও আমার ছবি দেখে ভ্রান্তিতে ভোগেন!
যে মেয়েটি একসময় দাবি করতো...
আমার গায়ের গন্ধ ভেদ করে অন্ধকার,
সে আমার অগ্নিসাক্ষী বউ।
তারও দ্বিধার পারদ এখন এতোটাই উর্দ্ধমুখী,
বুঝতে পারে না হাওয়া বদল আসলে কোন মেরুতে!
অবশ্য আমার মেয়ে সবসময় দ্বিধার উর্দ্ধে;
নিশ্চিত বুঝতে পারে বাবা এক চিরন্তন স্রোত।
আমিও অনুকূল ও প্রতিকূল দুদিকেই উড়ি।
একসময় যে ছেলেটি কাদামাটি নিয়ে খেলতো,
রিমঝিম বৃষ্টিতে ভিজতো ইচ্ছেমতো,
ঘুমন্ত বৈশাখী দুপুরে ঘুম চুরি করে পাড়তো এর ওর বাড়ির কাঁচা আম
তাকে আমিও অধুনা চিনতে পারিনা!
তাহলে কি মানুষই সময়ের শ্রেষ্ঠ যাত্রীক!
তাকে ছোঁয়া যায়,কিন্তু কখনও কি চেনা যায় কাল,মহাকাল?