মহা-ভারত কথা (20-04-21)
রণজিৎ মাইতি
-------------
সবাই মাটির কথা বলতে পারেননা ;
কিংবা জল,হাওয়া ও আগুনের কথা।

তবে অনেকেই বলেন,
অবশ্য তারা সবাই মাটি প্রেমিক নন;
বরং তাদের কমলাভোগ জীবনে কোথাও একটা থেকে যায় ভেজ-ননভেজ পার্থক্য।

এই তো সেদিন সাক্ষাৎ শুনলাম,---
এক নীতিবাগীশ শিক্ষক ভাড়া নিয়ে বচসার ফাঁকে রিকশাওয়ালা ছেলেটিকে কি অবলীলায় বললো 'ছোটোলোক'!
অথচ এই শিক্ষক মানুষটিই লম্বা-চওড়া বক্তৃতায় ছেলেদের শেখান,'কোনও কাজই ছোটো নয়।'

এটাই আমাদের দেশ,মহা-ভারত কথা;
এখানে অনেকেই মাটির কথা বলেন,কিন্তু ভালোবাসার মানুষ আজও নগণ্য।