ম্যাজিক ইউনিভার্স
রণজিৎ মাইতি
-------------
মা ছিলেন নীহারশুভ্র,বাবা জল
তারা নিজেদের মধ্যে অবস্থান পরিবর্তন করতেন

কিন্তু একদিন সমস্ত জল বরফ হয়ে গেলো
বিচ্ছুরিত আলোয় দেখতে পেলাম ম্যাজিক ইউনিভার্স।