মগডাল(04-05-2020)
রণজিৎ মাইতি
---------------------
সবাই আমাকে আঁকতে বলে সময়ের মগডাল;
মানে কালতরুশীর্ষ।

আমিও ডগা আঁকতে গিয়ে বসে থাকি পাদমূলে।
কাঁদি,হাসি,হেসে কুটিপাটি!

দেখি,অপমান সইতে সইতে - -
ভারে,নত হয়ে আসে মগডাল !

আজও নুব্জ দেহে,নগ্ন পায়ে
কালের দিগন্তে হাঁটে কালের প্রহরী !

তুমি তাঁকে চেনাবে কি জল ?
সজল মেঘ আর জলদ গম্ভীরা
উফঃ! তুমি তাঁকে চেনাবে আগুন ?