লোডসেডিং
রণজিৎ মাইতি
--------------------
আমাদের এদিকে মাঝে মাঝে লোডসেডিং হয়
তাতে অবশ্য আমার মন্দ লাগে না

বাইরের জৌলুস নিভে গেলে ভেতরটা পরিষ্কার দেখা যায়

সেই আলো আমি দেখেছি আমার প্রেমিকার চোখে
আমার পকেট গড়ের মাঠ শুনেই
যার চোখে ঝপ্ করে নেমে এসেছিলো সুদীর্ঘ লোডসেডিং!

সম্ভবত তেমন আলোর মুখোমুখি হননি লায়লা-মজনু।