লিখন(23-07-21)
রণজিৎ মাইতি
--------------------
এখনও ছোঁয়া হয়নি তেমন কিছুই;
ওই চতুর রঙ্গ ও হাই তোলা ছাড়া

তবুও চারপাশ লিখছে হলকা
আর আত্মঘাতী গোলের বাহানা

লিখুক মানুষ মরালীর শুভ্র ডানায়
বুকভরা শ্বাস ও মুঠো ভর্তি স্নিগ্ধ সকাল

কে না জানে ফেরতের আগে ফিরে আসে নিরবধি
ভাসনের নীতি ও আর্কিমিডিস
যেখানে জাহাজ ভাসে,মানুষ হাসেনা।