লাবণ্য (04-08-2020)
রণজিৎ মাইতি
-------------
তুমি বলেছিলে কোনও ভাবে লিখে দাও দুকলম;
তোমার নামটাই আমার পত্রিকার জন্যে যথেষ্ট।
জানি হেলাফেলারও আছে এক অদ্ভুত সৌন্দর্য;
আগাছার সবুজ বুকে যেমন আশ্চর্য লালিমা
কিংবা বুনোভাট,পথশিশু ও উদাস আউলের
যদিও সেভাবে সবাই দুকলম লালন হতে পারেননা;
সবাই উদারতা দিয়ে সাজাতে পারেনা জীবন পত্রিকা
আসলে কন্দর্পকান্তি যতোটা সাধনার ধন,
তারচে ঢের বেশি লাবণ্য ফোটে রূপ নির্মোহে।