কুলিন (28-07-2020)
রণজিৎ মাইতি
-------------
উঠোনের তুলসি গাছটি জন্ম কুলিন;
তিনশো টাকা কিলোর বাজারেও লঙ্কা চারাটি যতোটা অনাদরে বাড়ে ঠিক ততোটাই আদর-যত্নে বাড়ে তুলসি চারাটি!
কিছু কিছু সম্পর্কও তেমন;
যেমন স্বামী নামক স্বত্বা,সে সগুন হোক কিংবা নির্গুন
পরম ব্রহ্মের মতো মিশে আছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে
উদ্বেলিত রক্ত কণায়!
হায়,বিদূষী নারীও দেখি লঙ্কা চারাটির মতো বিন্দু বিন্দু অশ্রু দিয়ে আরতীর অর্ঘ্য সাজায় !