কথৈবচ (08-01-2020)
রণজিৎ মাইতি
-------------
রুক্ষতা অতি প্রয়োজনীয় কথাকেও কেমন আটপৌরে করে দেয়;
মনে মনে বলি ডিসগাষ্টিং !
যেমন 'পূর্ণিমার চাঁদ' ক্ষুধার কাছে 'ঝলসানো রুটি'

'ওগো,শুনছো'ও কেমন পুরনো মনে হয়
কাসুন্দি ঘাটতে ঘাটতে বেরিয়ে আসে কাদা
হাড়-জিরজিরে কথার শরীর জুড়ে তীক্ষ্ম  দাঁত নখ!
উদ্ধত থাবা মনে করে একমাত্র কাজ ঐ শিকার ঘায়েল

অথচ এই কাদা মাটি,কথার পলি দিয়ে সেদিনও গড়েছে মুগ্ধ তাজমহল!
মানসপ্রতিমা গর্জনতৈল ছাড়াও উজ্জ্বল চকচকে
উত্তুরে হাওয়া কাদামাটির স্পর্শে এসে মলয়মারুৎ

আসলে যে কথারা ছুঁয়ে থাকে প্রেমেরসৌধ
সৌন্দর্যে মখমলের মতো সতত সবুজ নরম