1 করিমেলি(31-07-2020)
রণজিৎ মাইতি
-------------
ঘড়ির কাঁটা থমকে গেছে কালবৈশাখী ঝড়ে
শুনেই রামু এমন খবর আকাশ থেকে পড়ে
পৃথিবীটা ঘুরছে আজও
মাথার উপর পড়ছে বাজও
তাই বলে কি সময় ঘুড়ি অনড় দূর্গ গড়ে ।।

2

আইডিয়াটা দীর্ঘদিনের গড়বো এমন মেশিন
আমার হয়ে সে ঘুমাবে মাজবে বাড়ির বেসিন
যেমন ভাবা তেমনই কাজ
চারিপাশে রব রব সাজ
দিনের শেষে যা বেরোলো নামটি নাকি কেসিন।।

3

কেষ্ট এসে বললো হেসে রামুর দাদা কানু
নিজের নাম বদলে দিয়ে রেখেছে নাম মানু
যদিও তার নেই কোনও মান
গেছে কাটা দু-দুটি কান
দেখতেও ওই চোর সর্দার শ্যামনগরের চানু।।

4

গোঁফের রেখা দেখতে পেয়ে কানু বেজায় খুশি
সেই আনন্দে ছাঁট দিয়েছে চুলও কদমবুশি
বাপকে বলে দেখনা কনে
করবো বিয়ে বিনা পণে
হাতের রেখা মন্দ হলে খাটবো দিবানিশি ।।

5

শান্তা এসে বললো কেশে হারুর নাকি দারুন জ্বর
শুধু কি জ্বর?হাড় কাঁপুনি,কাঁপছে এখন থরো থর
যদিও,খাচ্ছে পান্তা থালা থালা
সঙ্গে টক আমানি জ্বালা জ্বালা
বেহুঁশ হয়ে বকছে প্রলাপ ঠিক যেনো মরো মর ।।