যারা এখনও হাঁটতে শেখেনি
রাস্তায় বেরোলে বাবা কিংবা মায়ের হাতই ভরসা
যাদের প্রতিনিয়ত বলতে হয়...
"বাবা জল খেয়েছো? সকালে পটি করেছো?"
ব্রাশটা নিয়ম করে দিনে দুইবার করো
তাদের রোজ নিয়ম করে কবিতা শোনাও
কবিতা আমাদের হাঁটতে শেখায়
কবিতা মানুষকে সিঁড়িভাঙা অঙ্ক শেখায়
শোনায় নতুন জীবনবেদ অন্ধ মানুষে