কবিতা ও সুন্দর(25-03-2020)
রণজিৎ মাইতি
-------------
এই যে আমি কবিতা লিখছি,
ডুবে আছি কবিতা সাগরে,
সেও কি নয় করোনার ভয় থেকে বাঁচার তাগিদ ?
কবিতা তো জন্মদাত্রী,মানবের আদি জন্মদাতা
অভয়দাত্রী রূপে নবজীবন দেয় পুনঃ পুনঃ।
আসলে কবিতা সুন্দরের আর এক নাম!