কবিতা,ঈশ্বর ও ঈশ্বরী(05-11-2020)
রণজিৎ মাইতি
-------------
কখনও কখনও কবিতা নিজেই বিষণ্ণ হয়ে ওঠে;
কোথাও কোনও ঈশ্বর নেই যে হাত ধরবে!
কিংবা কাঁধে স্নেহের হাত রেখে
বলবে,---
'ওঠো,জাগো হে কুসুম;ফোটাও ফোটাও মধুমাস,একান্তে ছড়াও বসন্ত আসার।'
হয়তো তখন ভাষাঈশ্বর আত্মগ্লানিতে খুঁড়ছে নিজের কবর;
রক্তক্ষরণ থেকে শিক্ষা নেওয়ার মতো কোথাও কোনও অনুঘটক নেই,
নেই অনুনাদী সুর,স্বর,সারস্বত সোহাগ!
তখন তাম্বুলপাত্র ও ফুলের সাজি হাতে কোথাও কি দাঁড়িয়ে থাকে কোনও উদার ঈশ্বরী ?